যে কারণে রোহিতকে নেতৃত্ব থেকে সরালো মুম্বাই

  গ্রামনগর বার্তা অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৩, ১৬:০১ |  আপডেট  : ২২ নভেম্বর ২০২৪, ২০:২৫

ফাইল ছবি

আইপিএলের আগামী আসরে রোহিত শর্মার পরিবর্তে মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, বেশ কিছুদিন আগেই এমন সিদ্ধান্ত জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তবে কেন রোহিতকে অধিনায়কত্ব থেকে সরানো হলো, সেই ব্যাখ্যা এতদিন পাওয়া যায় নি। অবশেষে বিষয়টি নিয়ে গণমাধ্যমের সামনে কথা বলেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ মাহেলা জয়াবর্ধনে।

এক সাক্ষাৎকারে জয়াবর্ধনে জানিয়েছেন, ‘এটি (রোহিতকে সরানো) একটি কঠিন সিদ্ধান্ত ছিল। সত্যিকার অর্থেই এটি আবেগময় ছিল। এমন সিদ্ধান্তে ভক্ত-সমর্থকরা প্রতিক্রিয়া জানিয়েছেন। আমি মনে করি, সবাই আবেগী হয়ে পড়েছিল এবং আমরা অবশ্যই তাদের আবেগকে সম্মান জানাই। কিন্তু একই সময়ে ফ্র্যাঞ্চাইজি হিসেবে আমাদের অবশ্যই এমন ধরনের সিদ্ধান্ত নিতে হবে।’

তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন রোহিত, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন জয়াবর্ধনে। ব্যাটে হাতে অধিনায়কের চাপ নিয়ে খেলতে হবে না তাকে। যে কারণে রোহিত ভালো খেলবেন বলে মনে করেন তিনি।

জয়াবর্ধনে বলেন, ‘পরবর্তী প্রজন্মকে পথ দেখানোর জন্য মাঠে ও মাঠের বাইরে রোহিতকে দলে রাখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সত্যিকার অর্থেই সে একজন প্রতিভাবান ক্রিকেটার। আমি নিশ্চিত, আগামীতে যারা ক্রিকেটকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করবে, তাদেরকে পরিচালনার জন্য সে (রোহিত) উত্তরাধিকারের অংশ হবে।’

 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত