মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জাকিরের গনসংযোগ

  শিবগঞ্জ( বগুড়া) প্রতিনিধিঃ

প্রকাশ: ১৩ জুন ২০২২, ২০:১৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৫, ১২:০৩

আসছে আগামী ২১ জুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। এই নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী জাকিরুল ইসলাম জাকির (ক্রমিক নং ৫ ) ভোট চেয়ে গণসংযোগ করেন। তিনি গত ১২ জুন রবিবার মোকামতলা ইউনিয়নে মালাহার, চকিরঘাট,আমজানি,খামারপারা এলাকায় ছাত্র -ছাত্রীদের অভিভাবকদের সাথে  কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।এসময় উপস্থিত ছিলেন মেহেদুল, শেহেরা,সাজু,আব্দুস সালাম, রশিদ,আশরাফ প্রমূখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত