মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জাকিরের গনসংযোগ

প্রকাশ : 2022-06-13 20:16:24১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে জাকিরের গনসংযোগ

আসছে আগামী ২১ জুন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন। এই নির্বাচনে অভিভাবক সদস্য পদপ্রার্থী জাকিরুল ইসলাম জাকির (ক্রমিক নং ৫ ) ভোট চেয়ে গণসংযোগ করেন। তিনি গত ১২ জুন রবিবার মোকামতলা ইউনিয়নে মালাহার, চকিরঘাট,আমজানি,খামারপারা এলাকায় ছাত্র -ছাত্রীদের অভিভাবকদের সাথে  কুশল বিনিময় করেন এবং ভোট প্রার্থনা করেন।এসময় উপস্থিত ছিলেন মেহেদুল, শেহেরা,সাজু,আব্দুস সালাম, রশিদ,আশরাফ প্রমূখ।