মেহেরপুরে ডিবি পুলিশের উদ্যোগে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ

  মেহেরপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ৫ এপ্রিল ২০২১, ১৭:০৫ |  আপডেট  : ২২ এপ্রিল ২০২৫, ২৩:৪৮

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উদ্যোগে জনসাধারণের মধ্যে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রমসহ জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে। সোমবার সকালের দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল মেহেরপুর শহরের হোটেল বাজার মোড় এবং পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় জনসচেতনতামূলক প্রচারণা চালান। 

অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলামের নেতৃত্বে জনসচেতনতামূলক প্রচার ও স্বাস্থ্যবিধি মেনে লক ডাউন মানার জন্য সকলকে আহবান করা হয়। এসময় মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা, মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি জুলফিকার আলী, ট্রাফিক ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন, সার্জেন্ট পবিত্র, উত্তম কুমার সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ প্রচারণার কাজে অংশগ্রহণ করেন। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত