পঞ্চগড়ে  ফ্রি মেডিকেল ক্যাম্প  অনুষ্ঠিত

  পঞ্চগড় প্রতিনিধি 

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:৪২ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৬, ০৩:০৫

পঞ্চগড়ে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।  গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সদর উপজেলার ২০ নং শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (৯ জানুয়ারি) দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত  ক্যাম্পে এলাকায় সাধারণ মানুষের জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। নূর ও নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশেট (ড্যাব) সার্বিক সহযোগিতায় সকালে এই ক্যাম্পের উদ্বোধন  করা হয়।মেডিকেল ক্যাম্পে  মেডিসিন, হৃদরোগ, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন রোগ, প্রসূতি ও স্ত্রী রোগ এবং মুখ-দাঁতের বিভিন্ন শাখার মোট ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পে সেবা প্রদান করেন। চিকিৎসা সহ চিকিৎসা নিতে আসাদের মাঝে বিনামূল্যে ঔষুধ পত্র প্রদান করা হয়। এতে প্রায় পাচ শতাধিক মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন বলে জানা গেছে। 
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত