মোস্তাফিজ ইস্যুতে কেন চুপ ছিলেন ক্রিকেটাররা, ব্যাখ্যা দিলো কোয়াব

  ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৯ জানুয়ারি ২০২৬, ১৮:৩৯ |  আপডেট  : ১০ জানুয়ারি ২০২৬, ০৭:৫২

-আইপিএল নিলামে দল পাওয়ার পরেও খেলার সুযোগ পাচ্ছেন না মোস্তাফিজুর রহমান। ভারতের কট্টরবাদী হিন্দু গোষ্ঠীর প্রতিবাদে তাকে আইপিএল থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নেয় দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই ঘটনার পর বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব) এর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া না হলেও তারকা পেসারের পাশে কোয়াব ছিল বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন৷

শুক্রবার (৯ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ওই ঘটনার পর কোয়াবের পক্ষ থেকে মোস্তাফিজের সঙ্গে সভা করা হয়েছে। তিনি আরও জানান মোস্তাফিজের ইস্যুটি নিয়ে কোয়াবের পক্ষ থেকে ক্রিকেটারদের স্বার্থ সংশ্লিষ্ট বৈশ্বিক সংগঠন ক্রিকেটার্স ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) সঙ্গে বৈঠক করেছে কোয়াব।
 
ডব্লিউসিএ আশ্বাস দিয়েছিল মোস্তাফিজকে এ ব্যাপারে যথাসম্ভব সাহায্য করতে। তবে আপাতত মোস্তাফিজ সেই প্রক্রিয়ার মধ্যে যেতে চাচ্ছেন না। মিঠুনের মতে মোস্তাফিজের ভাষ্য, ‘আপাতত আমার দরকার নেই, পরে প্রয়োজন হলে জানাব।’
  
সংবাদ সম্মেলনে মিঠুনের সঙ্গে উপস্থিত ছিলেন সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, দলটির আরেক ব্যাটার পারভেজ হোসেন ইমন। সেখানে আরও ছিলেন ঢাকা ক্যাপিটালসের সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারী, সাইফউদ্দিন আহমেদ। এছাড়াও সিনিয়র ক্রিকেটারদের মধ্যে তাইজুল ইসলাম এবং মুমিনুল হকও ছিলেন সেখানে।
 
এসময় তামিম ইকবালকে করা বোর্ড পরিচালকের মন্তব্যের প্রতি নিন্দা জানান মিঠুনরা। তারা দাবি জানান, খেলোয়াড়দের যেমন কথাবার্তা বলার ক্ষেত্রে নিয়মকানুন মানতে জয় সেরকম কোড অব কন্ডাক্ট বোর্ড পরিচালকদের ক্ষেত্রেও থাকা উচিত।
  
মোস্তাফিজ ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে কোয়াবের সভাপতি মিঠুন খেলার মধ্যে রাজনীতিকে না ঢোকানোর অনুরোধ করেছেন। একই অনুরোধ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজও। ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখার অনুরোধ রেখেছেন তারা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত