‘শুদ্ধসংগীত উৎসব’ দিয়ে সাংস্কৃতিক আয়োজনে ফিরল ছায়ানট

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ |  আপডেট  : ১১ জানুয়ারি ২০২৬, ০২:৫৫

‘শুদ্ধসংগীত উৎসব’ আয়োজনের এর মধ্য দিয়ে দীর্ঘ বিরতি শেষে আবারও সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরেছে ছায়ানট। এটি উৎসর্গ করা হয়েছে কালজয়ী সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁকে।  
 
শুক্রবার (৯ জানুয়ারি) থেকে রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে শুরু হয়েছে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান। জাতীয় সংগীত দিয়ে শুরু হয় প্রথম দিনের আয়োজন। উদ্বোধনী দিনে শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত চলে প্রথম অধিবেশন। 

আজ শনিবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দ্বিতীয় অধিবেশন এবং দুপুর ২টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সমাপনী অধিবেশনের মধ্য দিয়ে উৎসবের পর্দা নামবে।উৎসবের উদ্বোধনী ভাষণে ছায়ানট সভাপতি সারওয়ার আলী দেশের সাংস্কৃতিক পরিবেশ নির্বিঘ্ন করার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি জানান, একটি নিরাপদ স্বদেশ ভূমি ও জনপদ গড়ে তোলাই এখনকার মূল প্রত্যাশা, যেখানে কোনো বাধা ছাড়াই সংস্কৃতির চর্চা অব্যাহত থাকবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার সুযোগে ছায়ানট ভবনে ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। যদিও সচেতন মহলের দাবি, এই হামলার পেছনে হাদির সমর্থকদের কোনো সংশ্লিষ্টতা ছিল না; বরং বিশৃঙ্খলাকারীরা নিজেদের স্বার্থ হাসিলে পরিস্থিতির সুযোগ নিয়েছিল।

ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর নিরাপত্তার স্বার্থে ছায়ানটের পাঠদানসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর গত ১ জানুয়ারি থেকে দাপ্তরিক কাজ এবং ৩ জানুয়ারি থেকে শুরু হয় নিয়মিত শিক্ষা কার্যক্রম।এবার এই সংগীত উৎসবের মাধ্যমেই মূলত বড় কোনো আয়োজনে ফিরল ঐতিহ্যবাহী এই সাংস্কৃতিক সংগঠনটি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত