মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে ২য় পর্যায়ের ভ্যাকসিন দেওয়া শুরু 

  ইসমাইল হোসেন, জেলা প্রতিনিধি, মেহেরপুরঃ 

প্রকাশ: ৯ এপ্রিল ২০২১, ০৮:২৮ |  আপডেট  : ২০ মে ২০২৪, ০৫:৩১

মেহেরপুরে করোনাভাইরাস প্রতিরোধে ২য় পর্যায়ের  ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া শুরু হয়। প্রথম দিনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান,পিপি পল্লব ভট্টাচার্য, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস সহ অনেকেই ভ্যাকসিন গ্রহণ করেন। 

সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন জানান প্রথম পর্যায়ে ১৯ হাজার ভ্যাকসিন প্রদান করা হয়েছিল। দ্বিতীয় ধাপে ১২হাজার ভ্যাকসিন ইতোমধ্যেই মেহেরপুরে পৌঁছিয়েছে। দ্বিতীয ধাপে ভ্যাকসিন গ্রহণ করার পর জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর বলেন, নিজেকে সুস্থ রাখতে হলে অবশ্যই ভ্যাকসিন গ্রহণ করতে হবে। একই সাথে তিনি সকলকে সাবধানতা অবলম্বন করে মাস্ক ব্যবহারের আহবান জানান। 

এ সময় অন্যান্যের মধ্যে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সুপার ডা. মোঃ রফিকুল ইসলাম, আর এম ও ডা. মোঃ মোখলেছুর রহমান, মেহেরপুর জেলা বিএমএ-এর সাধারণ সম্পাদক ডা. আবু তাহের সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত