মুন্সীগঞ্জের সাংবাদিকদের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময় সভা
নজরুল ইসলাম, শ্রীনগর ( মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৫:৫০ | আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৯:০০
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মনোনীত এম পি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২৪ নভেম্বর সোমবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত তার বাসভবনে এ সভা চলে । তিনি তার বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর অত্যন্ত বিচক্ষণতার সাথে সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, টঙ্গীবাড়ী ও মুন্সীগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এছাড়া আর উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও জেলা বি এন পি আহ্বায়ক কমিটির সদস্য এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও জেলা বি এন পি আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুল ইসলাম খান , জেলা বি এন পি আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, শ্রীনগর উপজেলা বি এন পির যুগ্ম সম্পাদক জহিরুল আলম মামুন, দপ্তর সম্পাদক সফিউল আলম আযম , উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত