ভাঙ্গায় সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগ নেতা বুলবুল গ্রেফতার
ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৫৬ | আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৫
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বুলবুলকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।সোমবার(২৪ নভেম্বর) সকাল ৬টার দিকে আলগী ইউনিয়নের হরিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
এবিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আলগী ও হামেরদী ইউনিয়ন রক্ষার প্রধান সমন্বয়ক বুলবুল প্রধান ভুমিকা পালন করেছিলেন। সে ঢাকা খুলনা মহাসড়কে হাজার হাজার জনগন নিয়ে দেশীয় অস্ত্র নিয়ে অবরোধ করে গাছ ফেলে অগ্নি সংযোগ করে ছিলেন। এঘটনায় ভাঙ্গা থানায় সন্ত্রাসী বিরোধী আইনে মামলা দায়ের করে পুলিশ। বুলবুলকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত