মুন্সীগঞ্জের সাংবাদিকদের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময় সভা 

প্রকাশ : 2025-11-24 15:50:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মুন্সীগঞ্জের সাংবাদিকদের সাথে শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মতবিনিময় সভা 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি মনোনীত এম পি প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। ২৪ নভেম্বর সোমবার সকাল ১১ টা থেকে দুপুর পর্যন্ত তার বাসভবনে  এ সভা চলে । তিনি তার বক্তব্যের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর অত্যন্ত বিচক্ষণতার সাথে সাবলীল ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর, সিরাজদিখান, লৌহজং, টঙ্গীবাড়ী ও মুন্সীগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

এছাড়া আর উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও জেলা বি এন পি আহ্বায়ক কমিটির সদস্য এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক ও জেলা বি এন পি আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুল ইসলাম খান , জেলা বি এন পি আহ্বায়ক কমিটির সদস্য দুলাল দাস, শ্রীনগর উপজেলা বি এন পির যুগ্ম সম্পাদক জহিরুল আলম মামুন, দপ্তর সম্পাদক সফিউল  আলম আযম , উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ প্রমুখ।