সিরাজদিখান বড়পাউলদিয়ায় মসজিদের তালা ভেঙে আইপিএস-দানবক্সের টাকা চুরি

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৪৪ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৫০

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মসজিদের তালা ভেঙে আইপিএস,দানবক্সসহ বিভিন্ন সরঞ্জাম চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার গভীর রাতে উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বড়পাউলদিয় গ্রামের বাইতুল মাওলা জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের সেক্রেটারী মোঃ আব্দুল হাই রবিবার দুপুরে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বড় পাউলদিয় বাইতুল মাওলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু ইউসুফ হেলালী জানান, প্রতিদিনের মতো শনিবার রাত ১০ টার দিকে এশার নামাজ শেষে মসজিদে তালা লাগিয়ে তিনি বাড়ি যান। পরদিন আজ রবিবার ভোর ৪ টা ৪৫ মিনিটে মসজিদ খুলে তিনি দেখেন, চোরের দল মসজিদের প্রধান গেইটের তালার হেজবলের স্ত্রু ভেঙ্গে মসজিদের ভেতরে প্রবেশ করে ৮৫ হাজার টাকা মূল্যের আইপিএস,দানবাক্স্র ভেঙ্গে ভিতরে থাকা টাকা পয়সা বিভিন্ন মালামাল  নিয়ে গেছে। চোর মসজিদের একটি আইপিএস মেশিন, এবং দানবক্সে থাকা নগদ প্রায় তিন হাজার টাকা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের দাম অনুমান ১ লাখ ৫০ হাজার টাকা।

সিরাজদিখান থানার ওসি মো. আবু বকর বলেন, মসজিদ চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত