আগামী এক সপ্তাহের মধ্যে জেঁকে বসতে পারে শীত

পঞ্চগড়ে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে      

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:০১ |  আপডেট  : ২৩ নভেম্বর ২০২৫, ২০:৫৫

পঞ্চগড় জেলায় হঠাৎ শীতের দাপট বাড়তে শুরু করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে হাড়কাঁপানো শীতের বার্তা দিয়েছে এই শীত। রবিবার (২৩ নভেম্বর) সকাল ছয়টা তেতুঁলিয়া আবহাওয়া অফিস সর্ব নিম্নতাপমাত্রা রেকর্ড করেছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলিসয়াস। এই তাপমাত্রা এ বছরের সবচেয়ে কম পঞ্চগড় জেলায়।

কনকনে শীতের বার্তা নিয়ে আরো স্পষ্ট হয়েছে এই তাপমাত্রা। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। সকাল বেলায় কিছুটা রোদ দেখা গেলেও দুপুরের পর আকাশ ছিল মেঘযুক্ত, এতে পড়ন্ত বিকেলেই শীত অনূভূত হয়। আগের দিন অর্থাৎ শনিবার (২২ নভেম্বর) একই সময়ে তেতুঁলিয়া আবহাওয়া অফিস তাপমাত্রা রেকর্ড করে ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের পাচমাহিনা এলাকার কৃষক শাহাবউদ্দীন বলেন, এমন শীত না হলে কি শীত মনে হয়। শীতের আমেজ মনে না ধরলে এক শীতকাল কেমন করে বলি। 

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন , গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশ পাশে ছিল, আজ শীতের দাপট বেড়েছে। কারন আজ তাপমাত্রা ১২ ডিগ্রির একটু বেশি ছিল। আগামি সপ্তাহে এই তাপমাত্রা আরো কমে আসতে পারে।#
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত