নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ 

  নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৭:৪৭ |  আপডেট  : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৪৫

বগুড়ার নন্দীগ্রামের ভাটগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবির চাল বিতরণ করা হয়েছে করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ৫নম্বর ভাটগ্রাম ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ উদ্বোধন করেন ৫নম্বর ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কালাম আজাদ। 

সেসময় উপস্থিত ছিলেন তদারকি কর্মকর্তা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও ইউপি সদস্যবৃন্দসহ গ্রাম পুলিশরা। ৫নম্বর ভাটগ্রাম ইউনিয়নে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪৬০জন সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। 

৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কালাম আজাদ বলেন, স্বচ্ছতার সহিত সকল সুবিধাভোগীর মাঝে ৩০ কেজি করে ভিডব্লিউবির চাল বিতরণ করা হয়েছে। আমরা ইউনিয়নের হতদরিদ্র পরিবারকে সাধ্যমতো সহায়তা প্রদান করে আসছি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত