ভাঙ্গায় প্লাস্টিকের বস্তায় চাল রাখায় তিন আড়তকে জরিমানা

  মাহমুদুর রহমান(তুরান),ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ

প্রকাশ: ১ জুন ২০২২, ২১:১৬ |  আপডেট  : ৯ জানুয়ারি ২০২৫, ২২:৪৬

ফরিদপুরের ভাঙ্গায় বিক্রির  উদ্দেশ্যে প্লাস্টিকের বস্তায় চাল রাখার দায়ে তিন চাল ব্যবসায়ীর নিকট থেকে ৯ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপুরে ভাঙ্গা উপজেলার পৌরসদরের বাজারে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভুমি) এস.এম. মুস্তাফিজুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, প্লাস্টিক বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রি আইনে নিষিদ্ধ। অথচ কয়েকটি চালের আড়তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি আড়তকে জরিমানা করা হয়। 

 ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার(ভুমি) এস.এম. মুস্তাফিজুর রহমান বলেন, দেশীয় পাট শিল্পের সুরক্ষায় ও প্লাস্টিকের অপরিকল্পিত ব্যবহার বন্ধে ‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত