পঞ্চগড় জেলা জামায়াতের সংবাদ সম্মেলন
বৃহত্তর দিনাজপুরে নির্বাচনী সফরে আসছেন ডা. মো শফিকুর রহমান
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৭:০৩ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহত্তর দিনাজপুরের তিন জেলায় নির্বাচনী সফরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী প্রচারণা পঞ্চগড় থেকেই শুরু করা হবে।
এ উপলক্ষে বুধবার (২১জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসাইন। আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী দেলোয়ার হোসেন, নায়েবে আমীর মোহাম্মদ মফিজ উদ্দীন, আইটি সেক্রেটারী শহিদ আল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী শফিউল আলম (সফিউল্লাহ)।
ওই সংবাদ সম্মেলনে বলা হয়, ২৩ জানুয়ারি বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড়,দিনাজপুর ও ঠাকুরগাঁয়ে নির্বাচনী সফরে আসছেন জামায়াতে ইসলামীর ডা. শফিকুর রহমান।
তিনি ওই দিন সকাল ১০ টায় পঞ্চগড় সুগার মিল মাঠে এক জনসভায় নির্বাচনী বক্তব্য রাখবেন। এরপর তিনি দুপুরের পরে ঠাকুরগাঁও এবং বিকেলে দিনাজপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। জনসভায় কেন্দ্রীয় নেতারা সহ উপজেলা ও জেলার দলীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন।জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা পঞ্চগড় থেকেই শুরু হবে।
ওই জনসভায় ডা. শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। ওই দিন সকাল নয়টায় জন সভার কায়ক্রম শুরু হবে।সংবাদ সম্মেলনে জেলার কর্মরত ইলেকট্রোনিক ,প্রিন্ট এবং অনলাইনের গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত