শ্রীনগরে ভোটার উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা
নজরুল ইসলাম , শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৪:৫৯ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:৩২
গনভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে "মতবিনিময় সভা" অনুষ্ঠিত হয়েছে ।
২১ জানুয়ারী বুধবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে ইউ, এন, ও মহিন উদ্দিন এর
সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) গোলাম রাব্বানীর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদিলুর রহমান খান। মাননীয় উপদেষ্টা শিল্প মন্ত্রনালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রমালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকসুদ জাহেদী, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমা নাহার, শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, মুফতি শাহাদাৎ হোসেন, ফেরদৌসী সুলতানা, ও এন জি ও কর্মকর্তা কৃপা মন্ডল প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ মোহাম্মদ ইউনুস, শিক্ষকবৃন্দ, ছাত্র ছাত্রী, স্কাউট সদস্যবৃন্দ। এ-ছাড়াও বিভিন্ন শ্রেনীপেশার মানুষসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত