নির্বাচন ও গণভোট উপলক্ষে মাদারীপুরে সকল পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা
এসআর শফিক স্বপন ,মাাদারীপুর
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১৮:০৫ | আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মাদারীপুরে সকল পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২০ জানুয়ারি) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা সমন্বিত অফিস ভবনের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান।
সভায় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট বাবুল চন্দ্র দাস, মাদারীপুর বণিক সমিতির সহ-সভাপতি সিরাজুল ইসলাম বেপারী, চেম্বারের পরিচালকবৃন্দ, আইবিডব্লিউএফ-এর সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মোল্লা, চেম্বারের পরিচালক শাহাদাত হোসেন, ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম খান, আবরার মোটরসের মালিক আসাদুর রহমানসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব তুলে ধরে জনগণকে “হ্যাঁ” অথবা “না” ভোট প্রদানের মাধ্যমে সচেতনভাবে অংশগ্রহণ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান বলেন, “১৯৭১ সালের আন্দোলন ও ২০২৪ সালের আন্দোলন আমাদের গৌরব ও অলংকার। রাষ্ট্র ও জনগণের স্বার্থে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রাষ্ট্র টিকে থাকলেই আমরা টিকে থাকব। তাই রাষ্ট্রের স্বার্থকে সর্বাগ্রে গুরুত্ব দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে।”তিনি ব্যবসায়ী সমাজকে নির্বাচন ও গণভোটে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত