পঞ্চগড়ে ভাটায় অভিযান বাঁধা নির্বাহী ম্যাজিষ্টেট অবরুদ্ধ, আটক-৩

  পঞ্চগড় প্রতিনিধি:

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫৭ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ০৫:০২

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযানে যাওয়ার প্রাক্কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহ কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়েন।এ ঘটনায়  ভাটার তিন জন মালিক  সহ ২০ জন এজাহার নামীয় আসামী এবং আরো অজ্ঞাত ২৫০-৩০০ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। 

দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, এজাহার নামীয় আসামীদের মধ্যে তিন জন ভাটা মালিক রয়েছেন। তারা হলেন; আনোয়ার হোসেন, গোলাপ হোসেন এবং নুর ইসলাম ইবনে শাহীন।মামলার বাদী দেবীগঞ্জ উপজেলা পরিষদের প্রেসকার সুজন্ত  কুমার রায়।    বিষয়টি নিশ্চিত করেছেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। মামলা নংন- ৯ তারিখ-১৯/০১/২০২৬ইং।

আটককৃত হলেন দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী হাকিমপুর এলাকার  ময়েন উদ্দীনের ছেলে  মোসলেম উদ্দীন (৪২) মৌমারি হাকিমপুর এলাকার সোলেমানের ছেলে জাহিনুর ইসলাম (৩৮) ও শিমুলতলী হাকিমপুর এলাকার মৃত আব্দুল হকের ছেলে আমিনুর রহমান ( ৪৮)। ঘটনার দিনেই  উপজেলার বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ। 

  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার (১৯ জানুয়ারী) দুপুরে  এ ঘটনা ঘটে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের মৌমারি বাজারে। এদিন ভাটায় অভিযান করার খবর পেয়ে মৌমারি চৌরাস্তায় ভাটা শ্রমিক ও স্থানীয়রা জড়ো হয় সড়ক পথ বন্ধ করে দেয়। এ সময় দেবীগঞ্জ- ঝাড়বাড়ি কালিগঞ্জ সড়কে যান বাহন আটকে পড়ে।এসময় সেখানে অবরুদ্ধ হয়ে পড়েন অভিযানে বাঁধার মুখে পড়েন তারা। 

এ খবর  পেয়ে পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এসএম  ইমাম রাজি সহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যগন সেখানে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।পঞ্চগড়ে জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানে অংশ হিসেবে অবৈধ ভাটায় অভিযানের জন্য এদিন দুপুরে দন্ডপাল ইউনিয়নে রওনা দেন। মৌমারিতে পৌঁছান বেলা দেড়টার দিকে। সেখানে উত্তেজনা ও বাত বিতন্ডায় বিকেল সাড়ে চারটা বেজে যায়।

 ওই অভিযানে ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোহাম্মদ আসিফ আলী ও মোহাম্মদ সোহেল রানা ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক  ইউসুফ আলী সহ অন্যান্যরা।এসময় মৌমারিতে দায়িত্বরত কর্মকর্তারা অবরুদ্ধ হয়ে পড়লে উত্তেজনার কারণে অভিযান না করেই ফেরত আসেন অভিযানে অংশ নেয়া সকলে।  

এব্যাপারে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান   এঘটনায়  তিন জনকে আটক করে কোর্টে প্রেরণ করা হলে আদালত তাদে জেল হাজতে প্রেরণ করেন। বাকি আসামীদের ধরতে অভিযান  অব্যাহত রয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত