বিএনপি জনগনকে কার্ড দেখিয়ে ভোট চাইতে পারেন না: সারজিস আলম  

  পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৬:৫২ |  আপডেট  : ২২ জানুয়ারি ২০২৬, ০৪:৫৭

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কার্ড দেখিয়ে মানুষকে প্রলুব্ধ করে ভোট চেয়ে আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন করছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক  পঞ্চগড়-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম।

বুধবার(২১ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা  প্রশাসকের কার্যালয়ের প্রতীক বরাদ্দ পেয়ে গণমাধ্যমকর্মীদের কাছে এসব কথা বলেন তিনি।  সারজিস আলম বলেন, বিএনপি খালেদা জিয়ার শোকবার্তার নামে যে লিফলেটটি ঘরে ঘরে নিয়ে গেছে। এটা আল্টিমেটলি ঘরে ঘরে সিমপ্যাথি নেয়া এবং ভোট চাওয়ার আরেকটি উপায়। আমরা এটা নিয়ে কোন অভিযোগ করিনি।  গতকাল তারেক রহমান একটা দলীয় প্রধান হিসেবে তিনি একটা কার্ড দেখাচ্ছেন কড়াইল বস্তির একটি প্রোগ্রামে।  বলছেন এটা দিয়ে এই হবে এই হবে যেটা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি কাউকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না। একজন দলীয় প্রধান যদি তার জায়গা থেকে এভাবে একটা কার্ড দেখিয়ে যার কোন অস্তিত নেই, তারা সরকার গঠন করতে পারবে কিনা এটার কোন নিশ্চিয়তা নাই সেখানে তিনি এভাবে মানুষকে প্রলুদ্ধ করে ভোট চাইতে পারেন না। তারা এভাবে আচরণ বিধি লঙ্ঘন করার পরেও আমরা এখন পর্যন্ত অফিশিয়ালি কোন অভিযোগ দেইনি। 

তিনি আরো বলেন, বিএনপির স্থানীয়, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার নেতাকর্মীরা ভোটার ও সনাতন ধর্মাবলম্বীদের হুমকি ধামকি দিচ্ছে।  আমরা বলতে চাই ভয়ের রাজনীতি আর এই বাংলাদেশে চলবেনা। যারা এই দমন পীড়নের রাজনীতি করতে চাইবে তার নজির এক বছর চার মাস আগে বাংলাদেশে স্থাপন হয়েছে। আমরা আমাদের জায়গা থেকে ভোটারদের কাছে ভোট চাইতে পারি কিন্তু দিতে হবে না দিলে দেখে নিবো এ ধরনের কথা আমরা কোনভাবে প্রত্যাশা করিনা। আমরা আজকে মৌখিক ভাবে অভিযোগ দিয়েছি। প্রয়োজনে লিখিত অভিযোগ দিবো কিন্তু এটা কোনভাবে মেনে নিবো না। 

সারজিস আলম বলেন, ছোট খাটো রাজনৈতিক দলের আচরণ বিধি লঙ্ঘন নিয়ে আমরা সেভাবে অভিযোগ দেইনি। আমরা মনে করি একটু এদিক ওদিক হতে পারে।আমরা আমাদের জায়গা থেকে সুষ্ঠু প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছি। ভোটার, আমাদের কর্মী, সমর্থক ও দলীয় নেতাকর্মী এবং ১০ দলের কাউকে যদি ভয় দেখানোর চেষ্টা করা হয় তাহলে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে নাহলে আমরা প্রতিরোধ গড়ে তুলবো। এই বাংলাদেশ আগের বাংলাদেশ না।

তিনি আরো বলেন, একটা রাজনৈতিক দল দমন পীড়ন করবে আর বাকীরা নাটক দেখবে? নাটক দেখার সময় আর বাংলাদেশে নাই। অন্যান্য রাজনৈতিক দলকে বলে দিচ্ছি আমরা এখন পর্যন্ত কাউকে ধমক দেইনি দিবোনা। এটা আমাদের রাজনৈতিক ক্যারেক্টারে নাই। বিএনপির পক্ষ থেকে যে কার্ডের কথা বলা হচ্ছে,  এই কার্ড দিয়ে জনগণকে তেল, চাল ডাল দিবে। তারা কি জনগণকে অক্ষম করতে চায়। আমরা একটা স্বচ্ছ নির্বাচন চাই, এজন্য আমাদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত