অ্যাডর্ন পাবলিকেশনের অনুষ্ঠান
নজরুল ইসলাম , শ্রীনগর, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ১৫:৩৭ | আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৬
অ্যাডর্ন পাবলিকেশনের উদ্যোগে "বাংলার ইতিহাসের আলোয় কথাসাহিত্যে আতা সরকার: তিতুর লেঠেল, আপন লড়াই, পুষ্পকুন্তলা তুমি, সাহসী মানুষের গল্প" শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজিত হয়। ১৯ জানুয়ারি সোমবার বিকেলে বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নার সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ গ্রহণ করেন ইতিহাস গবেষক প্রবন্ধকার ও ব্যাংকার মোহাম্মদ আবদুল মান্নান, শিক্ষাবিদ প্রফেসর আশরাফ আল দীন ও প্রফেসর আহসান সাঈদ, গবেষক শাহ সিদ্দিক, প্রবন্ধকার ও সাংবাদিক হাসান শরীফ, কথাসাহিত্যিক মণি হায়দার, প্রবন্ধকার বিলু কবির, সাংবাদিক কবি বজলুর রায়হান, প্রবন্ধকার করিম রেজা, কবি জাকির আবু জাফর, কবি জুনান নাশিত, প্রবন্ধকার অধ্যাপক মোহাম্মদ জসীমউদ্দীন এবং কথাসাহিত্যিক আতা সরকার। কবি আল মাহমুদের 'আমার মাথা' শীর্ষক কবিতা পাঠের মাধ্যমে স্বাগত সম্ভাষণ জানান অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইন।
অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের মাঝে লটারি করে আতা সরকারের বইসহ অ্যাডর্ন প্রকাশিত বইয়ের পাঁচ সেট বই উপহার হিসাবে হস্তান্তর করা হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত