খুলনায়

বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১১:৪৭ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪১

প্রচণ্ড তাপপ্রবাহে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। গত কয়েকদিনের তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ। মানুষের পাশাপাশি হাঁসফাঁস প্রাণিকুল। তাই তীব্র গরম থেকে রক্ষা পেতে খুলনায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে মুসল্লীরা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় শহীদ হাদিস পার্কে খোলা আকাশের নিচে এ নামাজের আয়োজন করে খুলনা মহানগর ইসলামী আন্দোলন। নামাজে সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি ও কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

হাফেজ মাওলানা আব্দুল আউয়াল বলেন, হাদিসে এসেছে যখন এমন উত্তপ্ত আবহাওয়া হতো রাসুলুল্লাহ (সা.) ইসতিসকার নামাজ আদায় করতেন। খুলনায় গত কয়েকদিনের তাপদাহে মানুষ অতিষ্ঠ হয়েছে। প্রাণীরা মরণাপন্ন হয়েছে। এই জন্য আমরা সুন্নতের আমল হিসেবে সালাতুল ইসতিসকার নামাজ আমরা আদায় করলাম। যেন আল্লাহ তা’আলা এই উসিলায় দেশের এই আবহাওয়াকে পরিবর্তন করে সুশীতল করে দেয়। আমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলাম, তওবা করলাম, বৃষ্টির জন্য দোয়া করলাম।

নামাজে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের নগর সহ-সভাপতি শেখ নাসির উদ্দীন, নগর সাধারণ সম্পাদক মুফতি ইমরান হোসাইন প্রমুখ। 

সা/ই

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত