বিশ্বসেরার মুকুট ধরে রাখার মিশনে ফ্রান্সের দল ঘোষণা

  স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২২, ১০:২৭ |  আপডেট  : ১৬ নভেম্বর ২০২৪, ১৪:৩৪

বিশ্বসেরার মুকুট ধরে রাখার মিশনে কাতারে পা রাখবে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। তবে দলের ইনজুরি সমস্যা ভালোভাবেই ভোগাচ্ছে দলকে। পগবা, কান্তের মতো তারকা ফুটবলারদের ছাড়াই এবারের বিশ্বকাপ যাত্রা করছে দলটি। তাই ধারাবাহিক ফুটবলারদের মধ্যে বাকিদের নিয়েই বুধবার রাতে ২৫ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে ফ্রেন্স কোচ দিদিয়ে দেশম।  

২০ নভেম্বর থেকে শুরু হওয়া এবারের বিশ্বকাপে দেশমের দলে গুরুত্বপূর্ণ ফুটবলারের মধ্যে নেই শুধু রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার ফেরলঁদ মঁদি। তবে ৯ মাস ফ্রান্স দলের বাইরে থাকা অভিজ্ঞ স্ট্রাইকার অলিভিয়ে জিরুদ ফিরছেন এবারের বিশ্বকাপ আসরে। চলতি মৌসুমে নিজ ক্লাব এসি মিলানের হয়ে দারুণ ফর্মে আছেন জিরুদ। ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা থিয়েরি অঁরির ৫১ গোলের রেকর্ড থেকে মাত্র দুই গোল পিছিয়ে আছেন এই ফ্রেন্স স্ট্রাইকার।

তবে এবারের বিশ্বকাপে পল পগবা ও এনগোলো কান্তের অভাব ভালোভাবেই টের পাবে ফ্রান্স। তাছাড়াও ইনজুরি সমস্যায় ভুগছেন এবারের ব্যালন ডি’অর জয়ী স্ট্রাইকার করিম বেনজেমা, সেন্টার-ব্যাক প্রেসনেল কিম্পেম্বে ও ম্যানইউ ডিফেন্ডার রাফায়েল ভারানেরও। তবে তাদের চোট খুব একটা গুরুতর নয়। তাই তাদেরকে দলে রেখেছেন কোচ দেশম।

আগামী ২০ নভেম্বর শুরু হওয়া কাতার বিশ্বকাপের জন্য চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার শেষ সময় ১৪ নভেম্বর। এবারের আসরে ‘ডি’ গ্রুপের হয়ে মাঠে নামবে ফ্রান্স। ২২ নভেম্বর  অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ মিশন শুরু করবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই গ্রুপের অন্য দুই দল ডেনমার্ক ও তিউনিসিয়া।

ফ্রান্সের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক

উগো লরিস (টটেনহ্যাম হটম্পার), আলফুঁস আরিওলা (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), স্তিভ মাঁদাঁদা (রেন)

ডিফেন্ডার

লুকা এরনঁদেজ (বায়ার্ন মিউনিখ), থিও এরনঁদেজ (এসি মিলান), প্রেসনেলে কিম্পেম্বে (পিএসজি), জুল কুন্দে (বার্সেলোনা), ইব্রাহিমা কোনাতে (লিভারপুল), বাঁজামাঁ পাভার্দ (বায়ার্ন মিউনিখ), উইলিয়াম সালিবা (আর্সেনাল), দায়দ উপেমেকানো (বায়ার্ন মিউনিখ), রাফায়েল ভারানে (ম্যানচেস্টার ইউনাইটেড)

মিডফিল্ডার

এদুয়ার্দো কামাভিঙ্গা (রিয়াল মাদ্রিদ), ইউসুফ ফোফানা (মোনাকো), মাতেও গেনদুজি (অলিম্পিক মার্সেই), আদ্রিওঁ রাবিও (ইউভেন্তুস), অহেলিয়া চুয়ামেনি (রিয়াল মাদ্রিদ), জরদাঁ ভেরেতু (অলিম্পিক মার্সেই)

ফরোয়ার্ড

করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ), কিংসলে কোমান (বায়ার্ন মিউনিখ), উসমান দেম্বেলে (বার্সেলোনা), অলিভিয়ে জিরুদ (এসি মিলান), অঁতোয়ান গ্রিজমান (আতলেতিকো মাদ্রিদ), কিলিয়ান এমবাপে (পিএসজি), ত্রিস্তোফা এনকুনকু (লাইপজিগ)

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত