বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ কত গোল হয়েছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১১:২৬ |  আপডেট  : ১ মে ২০২৪, ২১:২৯

দেখতে দেখতে শেষের পথে কাতার বিশ্বকাপ। আর মাত্র দুটি ম্যাচ, তারপরই পর্দা নামবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল মহাযজ্ঞের। শনিবার (১৭ ডিসেম্বর) তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে মরক্কো এবং ক্রোয়েশিয়া। রোববার (১৮ ডিসেম্বর) নিজেদের তৃতীয় শিরোপার জন্য লড়াই করবে ফ্রান্স ও আর্জেন্টিনা।

কাতারে চলমান আসরটি বিশ্বকাপের ২২তম আসর। ৯২ বছর আগে শুরু হওয়া ফুটবলের সবচেয়ে বড় টুর্নামেন্টটি প্রথমবার বসে ১৯৩০ সালে উরুগুয়েতে। এরমধ্যে ব্রাজিল, ইতালি, ফ্রান্স, জার্মানি ও মেক্সিকো দুইটি করে আসর আয়োজন করে।

বিশ্বকাপের ইতিহাসে একটি নির্দিষ্ট আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ গোল এসেছে ১৭১টি। ফ্রান্সে অনুষ্ঠিত ১৯৯৮ এর বিশ্বকাপে প্রথমবার মোট ১৭১ গোল হয়। এরপর ২০১৪ বিশ্বকাপ আসরেও ১৭১টি গোল করে দলগুলো।

এক নজরে দেখে নেই কোন আসরে কত গোল হয়েছে :

আসর সাল      আয়োজক       গোল
প্রথম ১৯৩০ উরুগুয়ে ৭০
দ্বিতীয় ১৯৩৪ ইতালি ৭০
তৃতীয় ১৯৩৮ ফ্রান্স ৮০
চতুর্থ ১৯৫০ ব্রাজিল ৮৮
পঞ্চম ১৯৫৪ সুইজারল্যান্ড ১৪০
ষষ্ঠ ১৯৫৮ সুইডেন ১২৬
সপ্তম ১৯৬২ চিলি ৮৯
অষ্টম ১৯৬৬ ইংল্যান্ড ৮৯
নবম ১৯৭০ মেক্সিকো ৯৫
দশম ১৯৭৪ জার্মানি ৯৭
একাদশ ১৯৭৮ আর্জেন্টিনা ১০২
দ্বাদশ ১৯৮২ স্পেন ১৪৬
ত্রয়োদশ ১৯৮৬ মেক্সিকো ১৩২
চতুর্দশ ১৯৯০ ইতালি ১১৫
পঞ্চদশ ১৯৯৪ ইউএসএ ১৪১
ষোড়শ ১৯৯৮ ফ্রান্স ১৭১
সপ্তদশ ২০০২ জাপান/কোরিয়া ১৬১
অষ্টাদশ ২০০৬ জার্মানি ১৪৭
উনিশ ২০১০ দক্ষিণ আফ্রিকা ১৪৩
বিশ ২০১৪ ব্রাজিল ১৭১
একুশ ২০১৮ রাশিয়া ১৬৯

চলমান কাতার বিশ্বকাপে এখন পর্যন্ত ৩২টি দলের ৬২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১৬৩টি গোল হয়েছে। এখনও দুইটি ম্যাচ বাকি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত