ইসি আলমগীর

বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চিন্তা মাথায় নেই

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১৩ |  আপডেট  : ২১ এপ্রিল ২০২৫, ১০:৫২

 নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, বিএনপিকে নিষিদ্ধ করার কোনো চিন্তা মাথায় নেই। যাদের জনসমর্থন আছে আশা করি তারা সবাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করবে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ইসি মো. আলমগীর বলেন, উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালায় কিছু অসঙ্গতি আছে। তবে জাতীয় নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচন ভালো হবে। তাই সবার প্রতি আহ্বান নির্বাচনে আসুন।

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন চার ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের ভোট আগামী ৪ মে হবে। ১১ মে দ্বিতীয়, ১৮ মে তৃতীয় এবং ২৫ মে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হবে।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত