বাগেরহাটে ৫ দফা দাবিতে শিক্ষকদের সংবাদ সম্মেলন

  স্টাফ রিপোটার,বাগেরহাট

প্রকাশ: ৫ অক্টোবর ২০২৫, ১৯:১৯ |  আপডেট  : ৭ অক্টোবর ২০২৫, ০২:১৫

বাগেরহাটে শূন্যপদে নিয়োগ, পদোন্নতি, পদায়নসহ ৫ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল্লাহ আল মামুন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলাম, সহকারি শিক্ষক নূর জাহান খাতুন প্রমুখ।

৫ দফা দাবিগুলো হচ্ছে, স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা, সরকারি মাধ্যমিকে সহকারি শিক্ষকের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরের পদসোপান,  আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংলক্ষন, শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদান, বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের সমঞ্জুরী আদেশ প্রদান করা। কেন্দ্রীয় কর্মসূচির অধীনে এই বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি এই সংবাদ সম্মেলন করে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত