কাউনিয়ার বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ, আতঙ্কিত নদীপাড়ের ৫০০ পরিবার

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৮:১৩ | আপডেট : ৭ অক্টোবর ২০২৫, ০৩:১৬

প্রবল বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে কাউনিয়ায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে গদাই গ্রামে জিও ব্যাগের বাঁধ ভেঙ্গে পানি প্রবেশ করছে। বাঁধ ভাঙ্গায় ও পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় আতঙ্কিত নদীপাড়ের ৫০০ পরিবার। ইতোমধ্যে নি¤œাঞ্চল প্লাবিত হয়ে উর্তি ধানের ক্ষতি করেছে।
সরেজমিনে গিয়ে দেখা ও রংপুর পানি উন্নয়ন বোর্ড স‚ত্রে জানাগেছে সোমবার দুপুরের দিকে তিস্তা রেল সেতু পয়েন্টে পানি বিপদ সীমার ২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা রেল সেতুর পশ্চিম প্রান্তে বন্যা নিয়ন্ত্রণ বেরী বাঁধ ভেঙ্গে গদাই গ্রামের লোকালয়ে পানি প্রবেশ করছে। এছারাও তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ঢুষমারা, তালুক শাহবাজ, প‚র্ব নিজপাড়ার অংশ, গোপীডাঙ্গা, আরাজি হরিশ্বর, প্রাননাথ চর, বিশ্বনাথ, হরিচরণ শর্মা, হয়বতখাঁ গ্রামের ৩ শতাধিক পরিবারের বাড়ীঘরে পানি প্রবেশ করেছে। সেই সাথে আমন ধানের খেত, সবজি খেত পানিতে ডুবে গেছে। বেশ কিছু পুকুর ও মাছের খামারের মাছ পানির তোরে ভেসে গেছে। নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙ্গন দেখা দিয়েছে। এতে করে আতঙ্কিত হয়ে পড়েছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। তিস্তার চরের প্রায় ১ হাজার একর জমির আমন ফসল সহ অন্যান্য ফসল পানিতে ডুবে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। ডালিয়া পয়েন্ট স‚ত্রে জানাগেছে ভারী বৃষ্টি আর উজানের পানি আসায় ডালিয়া ব্যারেজে ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। ফলে ভাটিতে পানি বৃদ্ধি পেয়েছে। ঢুষমারা চরের চাষী তাজুল ইসলাম জানান বৃষ্টি আর উজানের পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশ কিছু বাড়িতে পানি ও ফসলের ক্ষতি হয়েছে। নি¤œাচঞ্চের আমন খেত, সবজি, বীজ বাদাম, মরিচ খেত পানিতে তলিয়ে গেছে। টেপামধুপুর ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম জানান তার এলাকায় ৪টি গ্রামের শতাধিক ঘরবাড়ি ও ফসলী জমির খেত পানিতে তলিয়ে গেছে এবং নদী ভাঙ্গন দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বলেন বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকটি গ্রামে নদীর পানি প্রবেশ করেছে। চেয়ারম্যানদের ক্ষতিগ্রস্থ পরিবারের তালিকা তৈরী করতে বলা হয়েছে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী হাতে রয়েছে। চেয়ারম্যানদের মাধ্যমে বন্যা দ‚র্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত