ইসলামী ব্যাংকের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৭:০৭ | আপডেট : ৭ অক্টোবর ২০২৫, ০৩:২০

ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের একপাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য নুর ইসলাম, লিটন ইসলাম, আতিকুজ্জামান আতিক, বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের সদস্য সোহেল রানা, ফজলে রাব্বি প্রমুখ বক্তব্য রাখেন। এতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংক কোটি মানুষের আস্থার জায়গা। কিন্তু বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের লুটেরা এই ব্যাংকটি থেকে হাজারো কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। অবিলম্বে সেই টাকা ফেরত আনতে হবে। একটি অঞ্চলের হাজারো মানুষকে ২০১৭ সাল থেকে ২৪ সাল পর্যন্ত কোন ধরনের নিয়োগ পরীক্ষা ছাড়াই নিয়োগ দেয়া হয়েছে এই ব্যাংকে। অথচ লাখো মেধাবী তরুণের সপ্ন মানসম্মত একটি চাকরি মেধাবীরা পায়নি। অনতিবিলম্বে অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিত্তিক নিয়োগ করতে হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত