রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব বসতি দিবস উদযাপন

প্রকাশ: ৬ অক্টোবর ২০২৫, ১৮:১০ | আপডেট : ৭ অক্টোবর ২০২৫, ০৩:১৯

রাজশাহীতে বিশ্ব বসতি দিবস-২০২৫ পালিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টার সময় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে শেষ করা হয়। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।আলোচনা সভায় নগর সংকট মোকাবেলায় রাজশাহীর জন্য করনীয়, পরিকল্পিত উন্নয়ন, নগর শাসন ও অংশীদারিত্বের বিষয়ে আলোচনা করা হয়। বিভাগীয় কমিশনার এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিশনার (এনডিসি) খোন্দকার আজিম আহমেদ। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জরে ডিআইজি, পিএইচডি , পিপিএম (বার)মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা প্রশাসক আফিয়া আখতার, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত