বাংলাদেশি ভক্তদের সাথে ভারতীয়দের অশোভনীয় আচরণ, ছিঁড়ে ফেললো বাঘ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৩, ১৪:১৯ |  আপডেট  : ১৭ নভেম্বর ২০২৪, ১৪:৫০

বিশ্বকাপে গত ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচে স্বাগতিকদের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তবে ম্যাচ শেষে এক অনাকাক্ষিত ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশ দলের আইকনিক ফ্যান শোয়েব আলি। যিনি টাইগার শোয়েব নামে পরিচিত। বাংলাদেশ দলকে উৎসাহিত করতে গ্যালারিতে প্রতীকী বাঘ নিয়ে যান বাংলাদেশ দলের সমর্থকরা। ম্যাচ শেষে সেই বাঘ ছিঁড়ে ফেলেছে ভারতের সমর্থকরা।

শুক্রবার (২০ অক্টোবর) ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন টাইগার শোয়েব। সেখানে দেখা যায় ভারতের কিছু সমর্থক বাংলাদেশি সমর্থকদের বাঘ ছিঁড়ে ফেলছেন। ভিডিওর শিরোনামে টাইগার শোয়েব লিখেছেন, 'ভারতের সমর্থকদের থেকে কখনোই এইরকম পরিস্থিতি আশা করিনি! ভারতের আইকোনিক ফ্যান শুধীর-বাবুরামরাও তো আসে আমাদের দেশে। তারা জানে তাদের সাথে আমরা কেমন ব্যবহার করি। তারাও তো আমাদের বন্ধু।'

সেই ভিডিওতে এমন অনাকাক্ষিত ঘটনার জন্য ভারতের এক সমর্থক ক্ষমা চান। তিনি বলেন, 'বাংলাদেশ পড়শি দেশ। যে এই কাজটি করেছে খুব বাজে করেছে। তার জন্য আমরা ক্ষমা চাইছি। ভবিষ্যতে এমনটা না হোক, এটা ভারতের সমর্থকরা মনে রাখুক। আমরা বাংলাদেশের সবসময় পাশে আছি।'  

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত