বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর বিএনপি-জামায়াত প্রার্থীর শুভেচ্ছা বিনিময়
নাজমুল হুদা
প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১৩:৫৪ | আপডেট : ৫ জানুয়ারি ২০২৬, ১৫:৩১
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণার পরেই বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন ও জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ নিজেদের মধ্যে শুভেচ্ছা বিনিময় করেন। বগুড়া-৪ আসনে মোট ৫জন সংসদ সদস্য প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
বাকি ৩জন বৈধ প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল ফারুক, এলডিপির কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ইদ্রিস আলী।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত