ভারতে দল পাঠাবে না বাংলাদেশ, আইসিসিকে জানালো বিসিবি 

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৪ জানুয়ারি ২০২৬, ১৫:৩২ |  আপডেট  : ৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৪

আগামী মাসে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই পড়েছে ভারতে। তবে নিরপত্তার শঙ্কায় দেশটিতে দল পাঠানো সম্ভব না বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক ইমেইল বার্তায় আইসিসিকে বিষয়টি জানিয়ে দিয়েছে বিসিবি। 

মেইলে বিসিবি জানিয়েছে, নিরপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। বাংলাদেশের ভেন্যু অন্য দেশে সরিয়ে নিতেও আইসিসির কাছে আবেদন করেছে ক্রিকেট বোর্ড।

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে শনিবার (৩ জানুয়ারি) রাতেও অনলাইনে বৈঠকে বসেছিলেন বিসিবি পরিচালকেরা। বৈঠকে বেশির ভাগ পরিচালক কঠোর পদক্ষেপ না নেওয়ার বিষয়ে পরামর্শ দিয়েছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত বদলেছেন তারা। এতে নিরপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী– আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরুর কথা বাংলাদেশের। এই ভেন্যুতে ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষেও খেলবে লিটন দাসের দল। নেপালের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলতে মুম্বাই যাবে লাল-সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত