নাটোরে পরিত্যক্ত ঘর থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩২ |  আপডেট  : ৬ জানুয়ারি ২০২৬, ২০:০২

নাটোরের ভেদরার বিলে পরিত্যক্ত ঘর থেকে এক তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বড়ভিটা ভেদরার বিলে পুকুরপাড়ের পরিত্যক্ত ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ভেদরার বিলের মাঝে একটি পুকুরপাড়ের পরিত্যক্ত একটি টিনের ঘরে রক্তাক্ত অবস্থায় এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কোনো কারণ জানা যায়নি। তবে নিহত তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ গলায় ধারালো কিছু দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের পরিচয় শনাক্ত করাসহ ঘটনার রহস্য উদ্‌ঘাটনে পুলিশি তদন্ত শুরু হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত