দেশে আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করলো তথ্য মন্ত্রণালয়
গ্রামনগর বার্তা রিপোর্ট
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬ | আপডেট : ৬ জানুয়ারি ২০২৬, ২২:১২
বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মূলত বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা চিঠিতে এই নির্দেশনা প্রদান করা হয়।
মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া আইপিএল আসরে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স থেকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই। চিঠিতে আরও বলা হয়, এমন সিদ্ধান্ত বাংলাদেশের আপামর জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে।
জনগণের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই অবিচারের প্রতিবাদে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশের কোনও টেলিভিশন চ্যানেল বা ডিজিটাল প্ল্যাটফর্মে আইপিএলের কোনও খেলা বা সংশ্লিষ্ট কোনও অনুষ্ঠান সম্প্রচার না করার জন্য কঠোর অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, এবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে মোস্তাফিজুর রহমানের খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই তাকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় দেশের ক্রিকেট মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে দেশের সকল বেসরকারি স্পোর্টস চ্যানেল এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোকে আইপিএল সম্প্রচার থেকে বিরত থাকতে হবে।
ক/আ
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত