ফিফার সিদ্ধান্ত, ৩২ দল নিয়ে ২০২৫ সালে হবে 'ক্লাব বিশ্বকাপ'

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ |  আপডেট  : ২৬ জানুয়ারি ২০২৬, ২১:৪২

অবশেষে ক্লাব বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়েছে ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা কাউন্সিলের বৈঠকের পর বিষয়টি নিশ্চিত করেছেন জিয়ান্নি ইনফান্তিনো।

দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিলো ক্লাব বিশ্বকাপে দলের সংখ্যা ২৪ করবে ফিফা। এবার সেটি আরও বাড়িয়েছে সংস্থাটি। ৩২টি দল নিয়ে ২০২৫ সাল থেকে শুরু হবে প্রতিযোগিতাটি। এই ব্যাপারে ফিফা সভাপতি বলেন, ‘এটা হবে ৩২ দলের ক্লাব বিশ্বকাপ। প্রতি চার বছর পর পর। প্রথম আসর অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। বিশ্বের সেরা দলগুলোকেই এখানে আমন্ত্রণ করা হবে। ’ 

ইনফান্তিনো আরও জানান, এবারের ক্লাব বিশ্বকাপ হবে মরক্কোতে। প্রতিযোগিতাটি সাধারণত ডিসেম্বরে হলেও এবার হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত