মাদারীপুর-পাঁচ্চর সড়কে বাজারে তীব্র যানজট
ফরিদপুরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩২ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৮

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধের কারণে সকল যাত্রীবাহী যানবাহন বিকল্প পথে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর পাঁচ্চর বাজারের নিচের লেন দিয়ে চলাচল করছে । এতে করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। বিশেষ করে সোনার বাংলা মার্কেটের সামনে দীর্ঘ লাইনে আটকে পড়েছে যানবাহন, ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও পথচারীরা। মাদারীপুর সদর উপজেলার ছিলারচর হয়ে শিবচর উপজেলার পাচ্চর এলাকার উপর দিয়ে মাদারীপুর, বরিশাল বিভাগের ৬ জেলার যানবাহন চলাচল করায় অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এতে করে সময় ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকায় চলাচলকারী যাত্রীরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত