ফরিদপুরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশ : 2025-09-11 16:32:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ফরিদপুরে সীমানা পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ

ফরিদপুরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে সড়ক অবরোধের কারণে সকল যাত্রীবাহী যানবাহন বিকল্প পথে মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর পাঁচ্চর বাজারের নিচের লেন দিয়ে চলাচল করছে । এতে করে এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। বিশেষ করে সোনার বাংলা মার্কেটের সামনে দীর্ঘ লাইনে আটকে পড়েছে যানবাহন, ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রী ও পথচারীরা। মাদারীপুর সদর উপজেলার ছিলারচর হয়ে শিবচর উপজেলার পাচ্চর এলাকার উপর দিয়ে মাদারীপুর, বরিশাল বিভাগের ৬ জেলার যানবাহন চলাচল করায় অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ যাত্রীদের। এতে করে সময় ও তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে দক্ষিণাঞ্চল থেকে রাজধানী ঢাকায় চলাচলকারী যাত্রীরা।