শ্রীনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে নারীসহ ৪ জনকে কুপিয়ে আহত

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫১ | আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ ৪জনকে কুপিয়ে আহত করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের পূর্ব মুন্সীয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নুর ইসলাম খান(৩৩) ও আল মাহমুদ (২৩) নামে দুজনকে গ্রেফতার করে। এ ঘটনায় শাহজালাল খান বাদী হয়ে কুকুটিয়া ইউনিয়ন বি এন পির সাঃ সম্পাদক আলমগীর হোসেন আলমকে হুকুমের আসামী করে ৮ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক আলমগীর হোসেন আলমের হুকুমে একই এলাকার নুর ইসলাম খাঁন, মানিক খাঁন, আল মাহমুদ, ওমর ফারুক বাবু, ডলার শেখ, সিহাব আলী ও শান্তা বেগম গং বে-আইনীভাবে হাতে দেশীয় অস্ত্র নিয়ে শাহজালালের বসবাড়ীতে প্রবেশ করে শাহজালালের ভাতিজা আরাফাত খাঁনকে হত্যার উদ্দেশ্য দা দিয়ে কুপিয়ে গুরুত্বর আহত করে। আরাফাত খানকে রক্ষা করতে চাচাতো ভাই আজিজুল খাঁন এগিয়ে আসলে নুর ইসলাম রামদা দিয়ে তাকেও মাথায় কোপ দিয়ে গুরুত্বর আহত করে। এসময় পারভেজ ও মীম আক্তার আহতদের রক্ষা করতে এগিয়ে গেলে নুর ইসলাম ও আল মাহমুদ গং তাদেরকেও হাতুরী দিয়ে এলোপাথারী পিটিয়ে গুরুত্বর আহত করে। আহতদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাওয়ার সময় স্থানীয় জনতা নুর ইসলাম খান ও আল মাহমুদ নামে দুই হামলাকারীকে আটক করে পুলিশের সোর্পদ করে।
এব্যাপারে অভিযুক্ত কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সাঃ সম্পাদক আলমগীর হোসেন আলমের কাছে জানতে চাইলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার সময় আমি এলাকায় ছিলামনা। ইতিপূর্বে আমি একটি বিচার শালিস করেছি মাত্র। এতে যদি অপরাধ হয়ে থাকে তাহলে ঘটনা তদন্ত করে আমার বিরুদ্ধে যে ব্যবস্থা নিবে আমি মেনে নিব।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান বলেন, স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে সংবাদ দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত