সিরাজদিখানে বিদ্যুৎপৃষ্ট  হয়ে মাদ্রাসার শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

  লতা মন্ডল-সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫ |  আপডেট  : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:১৪

 বিদ্যুৎপৃষ্ট হয়ে এক মাদ্রসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সিরাজদিখান  বাজার মাদ্রাসার ছয় তলার ছাদে মানতের গরু জবাই করে মাংস কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে আসাদুজ্জামান ইশতিয়াক নামে  (১৫) এক ছাত্র মারা গেছে । নিহত  আসাদুজ্জামান ইশতিয়াক (১৫) জেলার শ্রীনগর উপজেলার সোন্দারদিয়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী জাকির হোসেনের   ছেলে।  বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের ওমর বিন খাত্তাব (রাঃ)-নামে মাদ্রাসায় এ ঘটনা ঘটে । 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রশুনিয়া ইউনিয়নের চোরমর্দ্দন গ্রামের জামাল হোসেন ভুলু (৪০ ) মানত হিসেবে  মাদ্রাসায় একটি গরু দান করেন। বুধবার রাতে গরু মাদ্রাসার ৬ তালায় নিয়ে জবাই করে মাংস কাটার সময় মাংস ও গরুর ভুড়ি পরিস্কার করার জন্য অস্থায়ী ভাবে টানা বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় ইশতিয়াক। পরে তাকে দ্রুত সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে রাত ২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক ইশতিয়াককে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে স্বজনরা মরদেহ নিয়ে  শ্রীনগর উপজেলার সোন্দারদিয়া গ্রামের নিজ বাড়িতে চলে যান। এ সময় নিহতের পরিবার মাদ্রাসার মুহতামিম এনামুল হক (৬৫) ও তার ছেলে আহমাদুল্লাহ (২৫)কে মারধর করে সোন্দারদিয়া গ্রামে আটকে রাখে। পরে শ্রীনগর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে সিরাজদিখান থানায় সোপর্দ করে । ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। সহপাঠী, শিক্ষক ও পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।

সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আবু বকর জানান,ঘটনার খবর পেয়ে সিরাজদিখান ও শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । ময়নাতদন্তের জন্য মরদেহ  দুপুরে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ।  দুজন আটক আছে তাদেরকে জিজ্ঞাাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে । 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত