প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ বন্ধ

  গ্রামনগর বার্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ মে ২০২২, ১২:৪৬ |  আপডেট  : ১৩ এপ্রিল ২০২৪, ১৬:৩৭

শুক্রবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ১৬ থেকে ২১ মে পর্যন্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে । গত শনিবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে ডিপিই।

এর আগে প্রথম ধাপে নিয়োগের লিখিত পরীক্ষার আগে নির্দেশনা জারি না করেই দর্শনার্থী প্রবেশ বন্ধ করে দেয় ডিপিই। পরে বিষয়টি নিয়ে দফায় দফায় নিরাপত্তাকর্মীদের সঙ্গে দর্শনার্থীদের বাকবিতণ্ডা হওয়ার পর তাদের প্রবেশ বন্ধে নির্দেশনা জারি করা হয়।

শুক্রবার প্রার্থীদের লিখিত পরীক্ষা ৩০ জেলায় অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২২ জেলায় আংশিক পরীক্ষা হবে এবং আট জেলার সবকটিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিন মোট চার লাখ ৮৪ হাজার ৭২৫ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

২০ মে দ্বিতীয় ধাপে সিলেট, খুলনা, রাজশাহী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, রংপুর ও বরিশাল জেলার সব উপজেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ দিন কয়েকটি জেলার নির্দিষ্ট কিছু উপজেলায়ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বৃহস্পতিবার বিকেলে প্রথম ধাপের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত