প্রদর্শনী হচ্ছে বাংলাদেশ প্যানোরমার ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৪, ১২:৩১ |  আপডেট  : ২৩ এপ্রিল ২০২৪, ০৪:৩৯

ঢাকায় শুরু হল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার, ঢাকার জাতীয় জাদুঘরে চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শর্মিলা ঠাকুর। এরই সঙ্গে এই উৎসবের এশিয়ান চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগের জুরির দায়িত্ব পালন করছেন শর্মিলা ঠাকুর বলে জানিয়েছেন চলচ্চিত্র উৎসব কমিটির পরিচালক আহমেদ মুজতবা জামাল। দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে হয়ে আসা উৎসবটি চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এবারের চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকবেন ইরানের খ্যাতিমান নির্মাতা মাজিদ মাজিদি, ভারতের বর্ষীয়ান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, স্বস্তিকা মুখার্জী, অঞ্জন দত্তসহ বিভিন্ন দেশের নামীদামি সব তারাকারা।  আরও জানতে>

৯দিনের এই চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে ৭৫টি দেশের প্রায় আড়াইশো চলচ্চিত্র।উৎসবের সব প্রদর্শনী সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত থাকায় আগে এলে সুযোগটি তিনিই নিতে পারবেন বলে জানা যায়। বিভিন্ন দেশ ও ভাষার চলচ্চিত্রের পাশাপাশি বাংলাদেশ প্যানারোমায় এ বছর থাকছে মোট ১২টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। নয় দিনব্যাপী চলা এই উৎসব চলাকালে দেশি-বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে জাতীয় জাদুঘরের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মিলনায়তন ও কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, নৃত্যশালা মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাডেমি মিলনায়তনে।

জয়া আহসান অভিনীত ‘ফেরেশতে’ সিনেমার প্রদর্শনীর মধ্যদিয়ে আগামী ২০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলচ্চিত্র নিয়ে এটিই দেশের বৃহত্তম আয়োজন। ‘এশিয়ান ফিল্ম কম্পিটিশন’ বিভাগে লড়বে সিনেমাটি। আরও জানতে> ইরানের চলচ্চিত্র উৎসবে জয়ার ‘ফেরেশতে’

চলতি বছর ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা। তবে দেশি দর্শকের জন্য উৎসবের মূল আকর্ষণ ‘বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন’। এই বিভাগে দেশের কয়েকটি নির্বাচিত সিনেমা বিনামূল্যেই দেখানো হবে। আর সেগুলো থেকে বাছাই করে একটিকে দেওয়া হবে পুরস্কার।

বাংলাদেশ প্যানোরমা-ফুল লেন্থ সেকশন বিভাগের প্রথম সিনেমা হিসেবে ২০ জানুয়ারি প্রদর্শিত হবে শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে সন্ধ্যা সাতটায় সিনেমাটি প্রদর্শিত হবে। ২১ জানুয়ারি একই ভেন্যুতে বিকেল পাঁচটায় প্রদর্শিত হবে ইফফাত জাহান মম পরিচালিত ‘মুনতাসির’ সিনেমাটি।

২২ জানুয়ারি জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হবে রাইসুল ইসলাম অনিক পরিচালিত চলচ্চিত্র ‘ইতি চিত্রা’। একই দিন সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে দেখানো হবে মানিক মানবিক নির্মিত সিনেমা ‘আজব ছেলে’।

২৩ জানুয়ারি সন্ধ্যা সাতটায় একই মিলনায়তনে প্রদর্শিত হবে লিসা গাজী পরিচালিত ‘বাড়ির নাম শাহানা’। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে ইমতিয়াজ হোসেন পরিচালিত সিনেমা ‘জাস্ট আ জোক ডার্লিং’। ২৪ জানুয়ারি একই সময়ে দেখানো হবে পান্থ প্রসাদের পরিচালনায় ‘সাবিত্রী’।

২৫ জানুয়ারি সন্ধ্যায় দেখানো হবে ওয়ালিদ আহমেদ নির্মিত ‘মেঘের কপাট’। ২৬ জানুয়ারি সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে সৈয়দা নিগার বানু পরিচালিত ‘নোনা পানি’। একই দিন সন্ধ্যায় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শিত হবে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’।

২৬ জানুয়ারি বিকেল পাঁচটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রদর্শিত হবে হাবিবুর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘ইছামতী’।

সা/ই

 

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত