স্ত্রী মিতু আক্তারের হত্যাকারী সুমন মিয়ার ফাঁসির দাবিতে মুন্সীগঞ্জে মানববন্ধন 

  মুন্সীগঞ্জ  প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৮:০২ |  আপডেট  : ২২ মে ২০২৫, ১৯:২৬

গৃহবধূ মিতু আক্তারকে [২০) ধারালো পাত পেরে কুপিয়ে হত্যা করে থানায় হাজির হয়ে স্বীকারোক্তি দেয়ার ঘটনায় নিহতের স্বামী সুমন মিয়ার [৪৫) ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।কর্মসূচিতে নিহত মিতু আক্তারের মেয়ে মারজানা আক্তার কান্নাজড়িত কণ্ঠে মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতকে ‘মা' সম্বোধন করে তার মায়ের হত্যার বিচার দাবি করে। 

সে বলে, “আমার মাকে হত্যা করেছে আমার বাবা সুমন মিয়া। আমি চাই তার ফাঁসি হোক। আপনার কাছে ন্যায্য বিচার চাই মা।” আজ ২২ শে মে  বৃহস্পতিবার দুপুর ১২টায় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে ‘মিরকাদিম পৌরসভার সর্বস্তরের জনগণ' ব্যানারে এই কর্মসূচি হয়। এতে অংশ নেয় নিহতের পরিবারের স্বজন সহ শতাধিক এলাকাবাসী।

মানববন্ধনকারীরা ‘সুমন মিয়ার ফাঁসি চাই'- স্লোগানে বিক্ষুব্ধ হয়ে উঠেন। বক্তারা বলেন, ‘একজন নারীকে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিচারহীনতার সংস্কৃতি যেন আর না থাকে এটাই আমাদের প্রত্যাশা।'এসময় উপস্থিত ছিলেন নিহত মিতুর বাবা মো. মন্টু মিয়া, মা আকলিমা বেগম, নিহতের বড় মেয়ে মারজানা আক্তার [১২) ছোট মেয়ে মারজিয়া [৯), একমাত্র ছেলে আবিদ হোসেন[৭) প্রমুখ।

প্রসঙ্গত; গত ১৯ মে দিবাগত রাতে নিজ হাতে কুপিয়ে স্ত্রী মিতু আক্তারকে হত্যা করে থানায় হাজির হন স্বামী সুমন ওরফে সাহজাহান। এ ঘটনায় বাদী হয়ে পরদিন সদর থানায় হত্যা মামলা দায়েরকরেন নিহতের মা আকলিমা বেগম। এতে সুমন মিয়াসহ অজ্ঞাত কয়েকজনের নাম উল্লেখ করা হয়। পরে এ ঘটনায় সর্বশেষ গতকাল বুধবার রাতে রমজান (৪৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত