ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে সাংবাদিক লেখা প্রাইভেট কার দিয়ে  ছিনতাই 

  নজরুল ইসলাম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি :

প্রকাশ: ২২ মে ২০২৫, ২৩:০৯ |  আপডেট  : ২৩ মে ২০২৫, ০১:৫৬

 সাংবাদিক লেখা স্টিকার প্রাইভেট কারে লাগিয়ে যাত্রী পারাপারের নামে সংঘবদ্ধ ছিনতাই কারির কবলে পড়ে সর্বশান্ত হয়েছে শানু (৫০) নামের এক যাত্রী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে এ ছিনতাইয়ের ঘটনা। 

ভুক্তভোগী শানুর কাছ থেকে জানা যায় , তিনি গ্রামের বাড়ি নড়াইল যাওয়ার উদ্দেশ্যে পোস্তগোলা ব্রীজে বাসের জন্য দাঁড়িয়ে ছিলেন। এসময় সাংবাদিক লেখা স্টিকার লাগানো একটি প্রাইভেট কার মাওয়া যাত্রী নিবে বলে তাকে গাড়িতে উঠায়। প্রাইভেট কারটি ধলেশ্বরী টোলপ্লাজা পার হওয়ার পর তার হাত পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তার কাছে থাকা নগদ একুশ হাজার টাকা, ক্রেডিট কার্ড ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিকাশ , নগদ ও ক্রেডিট কার্ডের গোপন নম্বর না দেয়ায় ছিনতাইকারীরা তাকে বেদম প্রহার করে। সন্ধ্যা ৭ টার দিকে শানুকে পদ্না উত্তর থানার অদূরে তেলের পাম্প বরাবর সার্ভিস লেনে ফেলে দিয়ে চলে যায়। তার ডাক চিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্ব্যাস্ব্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

ভুক্তভোগী শানু

এ বিষয়ে পদ্না সেতু উত্তর থানার এস আই ইমানুর জানান , স্থানীয়দের সহায়তায় ভিকটিমকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ছিনতাইকারী সহ প্রাইভেট কারটি সনাক্তের চেষ্টা চলছে। 


 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত