পঞ্চগড় সীমান্তে আবারো শিশু সহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৯:১৭ | আপডেট : ২২ মে ২০২৫, ২৩:৩৫

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা সীমান্ত এলাকার জয়ধবড়বাড়ী সীমান্ত দিয়ে ১৩ শিশুসহ ২১ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এর আগে ১৬ মে শুক্ররবার দিবাগত রাতে জেলার বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে শিশু সহ ১১ জনকে বিএস এফ পুশইন করে।
জানা যায় বুধবার (২২ মে) দিবাগত ভোর আনুমানিক চারটার সময় রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতায় এলাকা উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ী সীমান্তের মেইন পিলার ৭৫৭’র ১০ নং সাব পিলার এলাকা দিয়ে তাদের বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশ ইন করা হয়। পরে জয়ধরভাঙ্গা বিওপির টহল দল তাদের আটক করে। তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে জানা গেছে।পুশইন হওয়াদের নিকট থেকে জানা যায় তারা বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধপন্থা অবলম্বন করে ভারতে প্রবেশ করে এবং সেখানে অবস্থান করে কাজ করে আসছিল। এরপর গত ২১ মে ভারতীয় পুলিশ তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। এরপর কলকাতা থেকে বাসযোগে ২২ মে রাতে নিয়ে এসে ভারতীয় সীমান্ত বাহিনীর বিএসএফের ৯৩ ব্যাটালিয়ানের টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে। এরপরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প তাদেরকে টিয়াপাড়া বড়বাড়ী সীমান্ত গেট দিয়ে বাংলাদেশে পুশ ইন করে দেয়।আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা যায়।এদিকে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন,পঞ্চগড়ের জয়ধর ভাঙ্গা ক্যাম্পের বড়বাড়ী সীমান্ত দিয়ে নারী শিশুসহ ২১ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠিয়েছে ভারতীয় বিএসএফ। পরে বিজিবি টহল দল তাদের ওই সীমান্তে আনাগোনা দেখে আটক করে। তবে ইতোমধ্যে আমাদের ব্যাটালিয়ন কোম্পানী ও ক্যাম্প কমান্ডার পর্যায়ে পতাকা অনুষ্ঠিত হয়েছে। বিএসএফের কাছে জানতে আমরা জানতে চেয়েছি তারা কেন অবৈধভাবে বাংলাদেশে তাদেরকে ফেরত পাঠালো। তারা বিজিবিকে জানিয়ে আইনী প্রক্রিয়ায়র মাধ্যমে তাদের ফেরত পাঠানো উচিত ছিল। ‘‘আমরা বিজিবি পক্ষ থেকে অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করব’’। তবে যারা শিশু রয়েছে তাদের বিরুদ্ধে নয়।বিজিবি সর্বদা সীমান্তে সচেতন আছে। এছাড়া বিজিবির টহল দল যেকোন পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত এলাকায় চব্বিশ ঘন্টা কড়া টহলদারী অব্যাহত রেখেছে।জানা যায় এর আগে ১৬ মে দিবাগত রাতে বড়শশী ইউনিয়েনের মালকাডাঙ্গা ও কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে শিশু ও নারী-পূরুষ সহ ১১ জন কে পুশ ইন করে বিএসএফ।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত