পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের কারণ জানালেন সাকিব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৩, ১৩:৫৮ |  আপডেট  : ১৫ জুন ২০২৪, ০৭:১১

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে সামান্যতমও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিদের বিপক্ষে ৭ উইকেটে হারতে হয়েছে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সাকিব জানিয়েছেন, হারের কারণ।

এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি দেখা যাচ্ছে টফি-তে।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেও ব্যাটিং স্বর্গে প্রত্যাশা মতো খেলতে পারেনি বাংলাদেশ। পাওয়ার প্লেতেই হারায় টপ অর্ডারের ৪ ব্যাটারকে। মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও তাওহীদ হৃদয় ফেরার পর সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম জুটি গড়লেও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী শেষ দিকে তারা ব্যাটিং করতে পারেননি। ফলে ১৯৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। অল্প পুঁজি নিয়ে বাংলাদেশ দলের বোলাররা চেষ্টা করলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে লাল-সবুজ জার্সিধারীদের।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে অধিনায়ক সাকিব বলেছেন, ‘আমরা শুরুতেই উইকেট হারিয়েছিলাম এবং  কিছু বাজে শট খেলেছিলাম (যেগুলোতে উইকেট পড়েছে)। এই ধরনের উইকেটে আমাদের প্রথম দশ ওভারে চার উইকেট হারানো উচিত নয়, তবে এটি ঘটে।’

মুশফিকের সঙ্গে ১২০ বলে ১০০ রানের জুটিটা আরও বড় না হওয়াতে আক্ষেপে করেছেন সাকিব, ‘আমাদের জুটি ভালো ছিল, ভেবেছিলাম আরও ৭-৮ ওভার ব্যাটিং করতে হবে। এই ধরনের উইকেটে খুব খারাপ ব্যাটিং প্রদর্শন। কিন্তু আমাদের এখন পরবর্তী ম্যাচে যেতে হবে।’

পাকিস্তানকে কৃতিত্ব দিয়ে সাকিব বলেছেন ব্যাটিংয়ে তাদের ধারাবাহিক হতে হবে, ‘তারা (পাকিস্তান) এক নম্বর দল এবং এটাই কারণ। তাদের তিনজন বিশ্বমানের বোলার আছে, যারা পাকিস্তানের জন্য কাজটা সহজ করে দেয়। আমরা বোলিং বিভাগে ভালো করছি কিন্তু ব্যাটিং কিছুটা ভালো-মন্দের ছিল। আমাদের আরও ধারাবাহিক থাকতে হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত