পাঁচ ফুট দৈর্ঘ্যের রাসেলস ভাইপার ধরে রেসকিউ টিমকে দিলেন স্থানীয়রা
প্রকাশ: ২৩ জুন ২০২৪, ১৬:৪৫ | আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:০০
শরীয়তপুরের জাজিরাতে পদ্মা নদী হতে পাঁচ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর রাসেলস ভাইপার সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে স্নেক রেসকিউ টিমের কাছে হস্তান্তর করা হয়। শনিবার (২২ জুন) রাতে উপজেলার জাজিরা ইউনিয়নের জব্বর আলী আকন কান্দি এলাকা থেকে সাপটিকে ধরা হয়।
শনিবার সন্ধ্যায় জব্বর আলী আকন কান্দি এলাকার সোহেল মাদবরসহ বেশ কয়েকজন নৌকা নিয়ে পদ্মা নদী পার হচ্ছিলেন। এসময় তারা একটি সাপকে সাঁতরিয়ে নদী পার হতে দেখেন। নিকটবর্তী হলে দেখেন এটি একটি রাসেলস ভাইপার সাপ। এসময় তারা সাপটিকে পিটিয়ে আহত করেন। পরে নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ে করে এলাকায় নিয়ে আসেন। পরে বিষয়টি স্নেক রেসকিউ টিম বাংলাদেশকে জানালে তারা এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।
এ বিষয়ে স্নেক রেসকিউ টিম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মেহেদী হাসান জুবায়ের বলেন, আমরা মোবাইলে জানতে পারি জাজিরায় একটি রাসেল ভাইপার সাপ ধরা পড়েছে। পরে ঢাকা থেকে আমাদের একটি দল যেয়ে রাত ১২টার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করে। তবে সাপটি কিছুটা আহত অবস্থায় ছিল।
সা/ই
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত