নতুন মালিকানাধীন দল -দুর্দান্ত ঢাকা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৪, ১৫:০১ |  আপডেট  : ৬ মে ২০২৪, ১২:৪১

আসন্ন বিপিএলে নতুন মালিকানাধীন দল ঢাকা। গেলবারের নাম পরিবর্তন হয়ে এবারের নাম দাঁড়িয়েছে দুর্দান্ত ঢাকা। বিপিএলের তিন বারের চ্যাম্পিয়ন ঢাকা গতবার ছিল না তলানির দল হয়ে। এবারও কাগজে কলমে খুব একটা শক্তিশালী দল হয়ে ওঠেনি ঢাকা। তবে নিজেদের প্রস্তুতিতে ঘাটতি রাখছে নারাজ তারা। 

মিরপুর মাঠে গতকাল থেকেই কোচ খালেদ মাহমুদ সুজনের নেতৃত্বে অনুশীলন করছে দলটি। সেদিন কোচ খালেদ মাহমুদ সুজন জানিয়েছিলেন তার লক্ষ্যের কথা। আজ সোমবারও করেছে অনুশীলন। এরপর গণমাধ্যমের মুখোমুখি হন দলটির পেসার শরিফুল ইসলাম। 

এ সময় গেল বছরের পারফর্ম ধরে রাখার কথা জানান বাংলাদেশের এই তারকা পেসার। একইসঙ্গে ফিট থেকেই খেলতে চান এই পেসার, ‘আলহামদুলিল্লাহ শেষ বছর খুব ভালো গেছে, বিশেষ করে শেষ ৬/৭ মাস। ইনশাআল্লাহ বিপিএল আসছে নতুন বছরে বিপিএল দিয়ে ক্রিকেটে ফিরব। তো চেষ্টা থাকবে সেই ফর্মটা যাতে ধরে রাখি এর বেশি কিছু না করার। চেষ্টা করব যতটুকু ফিট থেকে খেলা যায়। কারণ সামনে অনেক খেলা আছে দেশের হয়ে এটাই আমার মূল লক্ষ্য।’ 

কাগজে কলমে ঢাকার দলটা খুব একটা তারকা নির্ভর নয়। বিদেশি তেমন তারকা ক্রিকেটার নেই দলটিতে। তবে যে দলই আছে সেটি নিয়েই লড়াই করতে চান শরিফুল, 'আলহামদুলিল্লাহ টিম ভালোই আছে। এখন তো অলরেডি ড্রাফট সব শেষ, আলহামদিল্লাহ খুব ভালো হয়েছে। যা আছে এটা নিয়েই লড়াই করতে হবে। চেষ্টা করব এই দল নিয়েই ভালো কিছু করার।'

এদিকে এবার সাকিব খেলবে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। অনুশীলন শেষে দল নিয়ে ভাবনার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার, ‘রংপুর কখনোই ভিন্ন কিছু (শিরোপা ছাড়া) চিন্তা করে না। তারা প্রতিবারই চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল সাজায়। আমার মনে হয় এই দলটা বেশ সামঞ্জস্যপূর্ণ।’ 

চলতি বছরই মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে বিপিএল সাহায্য করবে বলেই বিশ্বাস শরিফুলের, 'অবশ্যই অনেকটা সাহায্য করবে। কারণ যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আর টি-টোয়েন্টি টুর্নামেন্ট হবে। আর এই টুর্নামেন্টে সবাই চাবে নিজের সেরাটা দিয়ে পারফর্ম করা, নতুন কিছু করা। প্রথমত বিপিএল আমাদের লক্ষ্য থাকবে চারে উঠা। সুপার ফোরে যদি উঠতে পারি তারপর ফাইনাল চিন্তা করব।'

 

সা /ই

 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত