তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় নদী পাড়ে সমাবেশ

  সারওয়ার আলম মুকুল

প্রকাশ: ৭ জুলাই ২০২৪, ১২:৪৬ |  আপডেট  : ১৭ ডিসেম্বর ২০২৪, ২১:৩৭

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কাউনিয়ায় তিস্তা নদীপাড়ে সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

শনিবার বিকালে কাউনিয়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্দোগে সমাবেশের উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম হক্কানির সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কাউনিয়া উপজেলা শাখার সভাপতি সামছুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আশিকুর রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, ভারত কিংবা চীনের আশায় না থেকে পদ্মা সেতুর মতো নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করাসহ ছয়দফা দাবি উত্তরের ২কোটি মানুষের। তারা আরো বলেন, এ দাবি আদায়ে রংপুর অঞ্চলে তিস্তা নদীর দুই তীরের ১১টি উপজেলায় একযোগে মানববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচিও বিগত দিনে পালন করেছি। তাই আমরা সরকারের কাছে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবী জানান সমাবেশে অতিথিবৃন্দ তিস্তা নদীর ভাঙ্গনের হাত থেকে নদী তীরবর্তী দুই পাড়ের লক্ষ লক্ষ একর আবাদি জমি, ঘর বাড়ি রক্ষার জন্য অতি দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান। 

 

সান

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত