টি-টোয়েন্টি দলে ফিরেছেন উমেশ যাদব

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৫:৩২ |  আপডেট  : ১৫ মে ২০২৪, ০০:২৭

ফাইল ছবি

পেসার মোহাম্মদ সামির করোনায় আক্রান্ত থাকায় টি-টোয়েন্টি দলে ফিরেছেন উমেশ যাদব। ভারতের টি-টোয়েন্টি দলে তিন বছরেরও বেশি সময় পর ফিরেছেন ৩৪ বছর বয়সী পেসার। সর্বশেষ সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেছেন ২০১৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।

অথচ উরুতে চোট থাকায় রিহ্যাবে যাওয়ার কথা ছিল উমেশের। এখন জাতীয় দলে ডাক পাওয়ায় দীর্ঘদিন পর টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছেন।

অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে তার উপস্থিতি বিক্ষিপ্ত হলেও আইপিএলে নিয়মিতই খেলে আসছিলেন। গত মৌসুমে পাওয়ার প্লেতে সেরা বোলারদের একজন ছিলেন। ৭.০৬ ইকোনমি রেটে ১৬ উইকেট নিতে পেরেছেন। সম্প্রতি কাউন্টিতে রয়্যাল লন্ডন ওয়ানডে কাপে মিডলেসেক্সেরও শীর্ষ উইকেট শিকারি ছিলেন। ৭ ম্যাচে নিয়েছেন ১৬টি উইকেট। সেখান থেকে চোটের কারণে দেশে ফিরে আসতে হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২০ সেপ্টেম্বর। পরের দুই ম্যাচ ২৩ ও ২৫ তারিখ। তার পর টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তিনটি টি-টোয়েন্টি। ম্যাচগুলো হবে ২৮ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেটকিপার), দিনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্শল প্যাটেল, দীপক চাহার, জসপ্রিত বুমরাহ ও উমেশ যাদব।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত