জন্মদিনে ফিফটি অর্জন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২২, ১৩:১৪ |  আপডেট  : ২০ মে ২০২৪, ০৬:২৭

ফাইল ছবি

আজ ১৩ অক্টোবর, ক্রিকেটার লিটন দাসের জন্মদিন। ১৯৯৪ সালের আজকের এইদিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনের এই দিনটি রঙিন করে রাঙিয়ে নিলেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটির মাধ্যমে।

লিটনের দুর্দান্ত ফিফটি, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ ,ক্রাইস্টচার্চে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিয়মরক্ষার ম্যাচে ব্যাট করতে নেমে সৌম্য সরকারের বিদায় আর শান্তর ধীরস্থির ব্যাটিংয়ে বেশ চাপে ছিলো বাংলাদেশ। সে চাপ সামলাতে শুরু থেকেই মারকুটে ব্যাট করে গেছেন লিটন দাস। যার ফল সরূপ পেয়েছেন ফিফটির দেখা।

লিটনকে সঙ্গ দিয়ে যাচ্ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু মোহাম্মদ নেওয়াজের বলে আউট হয়ে ৬৯ রানে সাজঘরে ফেরেন তিনি। তার আউটের পর রানের চাকা সচল রাখেন সাকিব। তিনিও পেয়েছেন ফিফটির দেখা। তবে ফিফটির পর বেশিক্ষণ মাঠে থাকতে পারেননি তিনি। নাসিম শাহর বলে আউট হয়ে সাজঘরে ফেরেন ৬৮ রান করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯ ওভার ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ১৬৭ রান, হাতে আছে ৭ উইকেট।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত